আমার স্বপ্ন ‘বিশ্বমানের’ বোলার হবো : তাসকিন
র্যাসি ডুসেন ও ডেভিড মিলার মিলে যখন দক্ষিণ আফ্রিকার জয়ের আশা টিকিয়ে রেখেছিলেন সে সময় গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন তাসকিন। এ ফাস্ট বোলার চাইছেন প্রথম ওয়ানডের মতো আরও ম্যাচে জয়ে অবদান রাখতে।
“আলহামদুল্লাহ যে গতকাল ম্যাচ জেতানোর পেছনে আমার ভালো অবদান ছিল। আসলে সব ম্যাচের আগেই একই প্রসেস ও বেসিক নিয়ে শুরু করি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী প্ল্যান পরিবর্তন করতে হয়। আমার স্বপ্ন, আমি বিশ্বমানের বোলার হবো এবং ম্যাচ জয়ের অবদান রাখব। দোয়া করবেন যেনো সিরিজ জয় করে দেশে ফিরতে পারি।”
ধীরে ধীরে উন্নতি হচ্ছে বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ। বাংলাদেশের মতো স্পিন-নির্ভর দেশে পেসারদের ম্যাচ জেতাতে দেখা স্বপ্নের মতোই। তাসকিন বললেন এখন ম্যাচের পরিস্থিতি পড়েই বল করছেন পেসাররা। সেই সাথে পেসারদের এ উন্নতির জন্য সুজনকেও কৃতিত্ব দিলেন তিনি।




Sozib