দুর্যোগ প্রস্তুতি দিবসে পুরস্কার বিতরণ

দুর্যোগ প্রস্তুতি দিবসে পুরস্কার বিতরণ

আরেফিন মুক্তা: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকা- প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে দুর্যোগ প্রশোমন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় পুরষ্কার প্রাপ্তরা হলো গালিব রাফা, হেমা আফরিন হিমু, সম্পদ বিশ্বাস এবং তাফসিয়া তাহরিম সাফা। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফাইজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মাদ সৈয়াদ আলী মাতুব্বর প্রমুখ।