বিশ্ব মা দিবস পালন
নিজস্ব প্রতিনিধি: ‘নারীর সম অধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। ১২ মে রবিবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শোভন রাশদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডা.রায়হান ইসলাম শোভন, উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন সেক, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া।



Admin
