জলিরপাড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

জলিরপাড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বাবু মোল্যা: শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে মুকসুদপুর উপজেলার মাদারীপুর বিলরুট চ্যানেলে ২শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার বিকেলে ননক্ষীর ইউনিয়ন পরিষদ ওই প্রতিযোগিতার আয়োজন করে। নৌকাবাইচ দেখতে মাদারীপুর বিলরুট চ্যানেলের দুই পাড়ে ভিড় করে লক্ষাধিক দর্শনার্থী। এ উপলক্ষ্যে বসে লোকজ বারোয়ারী মেলা।

জানা গেছে, দুর্গাপূজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নৌকাবাইচ প্রতিযোগিতা অন্যতম অনুসঙ্গ। উপজেলার মাদারীপুর বিলরুট চ্যানেলে প্রায় ২শ বছর ধরে ওই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এ নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর জেলার প্রত্যন্ত গ্রামের ১৪টি সরেঙ্গা, ছিপ, কোষা, বাছারী নৌকা বাইচে অংশ নেয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন এসব নৌকা তুমুল বাইচ শুরু করে।  এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান না থাকলেও অংশগ্রহণকারী সকল নৌকার মালিকের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার।

ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আয়োজক শেখ রনি আহমেদ বলেন, ২শ বছরের ঐতিহ্য ধরে রাখতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে নির্মল বিনোদন দিতে আগামীতেও এমন আয়োজন থাকবে।