চেয়ারম্যান বিভা মন্ডলের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিনিধি: উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বিভা মন্ডলের শপথ পাঠ অনুষ্ঠিত হওয়ার পরে দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা প্রশাসন এ শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে। গত ৯ মার্চ শনিবার জলিরপাড় ইউনিয়েনের উপনির্বাচনে তিনি জয়লাভ করেন। ৮ এপ্রিল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। ৯ এপ্রিল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এখন তিনি প্রত্যহ তিনি দাপ্তরিক সকল দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণ শেষে নির্বাচিত চেয়ারম্যান বিভা মন্ডল বলেন, এলাকার রাস্তা-ঘাটসহ সকল কাজের উন্নয়ন করার চেষ্টা করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জলিরপাড় ইউনিয়ন পরিষদকে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Admin
