ভিটামিন এ প্লাস এ্যাডভোকেসি সভা
আবদুল মান্নান বীরবল: মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী মো: আজিজুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার এস আই শামিম আল মামুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিভাস চন্দ্র বসু, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইফুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন । অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজিয়াত আলম জুথি।



Admin
