বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

হায়দার রহমান ফটু: মুকসুদপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই  রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গজারভাজন্দী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে উপজেলার ঠুলনারপাড় প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নগর সুন্দরদী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে  রেফারির দায়িত্ব পালন করেছেন হায়দার রহমান ফট্ এবং পাননু।