সড়ক দুর্ঘটনায় ১৩ হতাহত
আরেফিন মুক্তা: মুকসুদপুরে গত ১৫ দিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১০ জন আহত হয়ার খবর পাওয়া গেছে। রাঘদীর সড়ক দুর্ঘটনায় ২জন এবং গোবিন্দপুরের দুর্ঘটনায় ১ জন মারা গেছে। ১৮জুন মঙ্গলবার সকাল ১০টায় রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে উপজেলার রাঘদীতে বাস প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ এবং ১০ জন আহত হয়েছে। মহাসড়কে মাদারীপুর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-১৯৫৮), (প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-১৪-৩০৬০) এবং একটি ইজবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ইজিবাইক ুচালক রাজিব শেখ (২৭) নিহত হয় । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গুরুতর আহত শাহেব আলী শেখ (৫০) উন্নত চিৎিসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত অটোরিকশার চালক মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) এবং একই গ্রামের মৃতঃ কুটি মিয়া শেখের ছেলে শাহেব আলী শেখ (৫০)। আহতরা সকলেই একই গ্রামের বাসিন্দা। মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকে চালক ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে আরও ১জন মারা যায় এবং ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় বাস রাস্তার খাদে পড়ে যায়, প্রাইভেটকার ও ইজিবাইক দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে ২২ জুন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কদমপুরে ঢাকা খুলনা মহাসড়কে দ্রুতগামী ইমাদ পরিবহনের বাস চাপায় রিপন শেখ (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মহাসড়কের কদমপুর ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ভ্যান চালক রিপন শেখ উপজেলার ঢাকপাড় গ্রামের আক্কাছ শেখের ছেলে। ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, নিহত রিপন বাড়ী থেকে ভ্যান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মুকসুদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় সে ভ্যান নিয়ে ভাঙ্গাপোল নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি গাড়ী চাপা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যান চালক রিপন মারাত্মক আহত হন। পরে স্থানীয়া উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিপনকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



Admin
