আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ইয়াসীন মুন্সী: উপজেলা পরিষদ চত্বরে স্বনামধন্য আইডিয়াল (কেজি স্কুলে) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। ৬ মার্চ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নিবার্হী অফিসার এসএম ইমাম রাজী টুলু। পরে ২০ টি ইভেন্টে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তানভীর আহম্মেদ।



Admin
