জেলার সেরা কৃষক পুরষ্কার পেলেন বাচ্চু শেখ

জেলার সেরা কৃষক পুরষ্কার পেলেন বাচ্চু শেখ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসুচী ২০২৪ এর গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কৃষকের পুরষ্কার পেয়েছেন কদমপুরের বাচ্চু শেখ।  ২৮ অক্টোবর সোমবার ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পুরষ্কার বিতরণ করা হয়। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্য আঞ্চলিক কৃষি বিষয়ক কর্মকর্তাদের উপস্থিতিতে এই পুরষ্কার তুলে দেয়া হয়। ফসলের ক্ষতিকর প্রাণী ইঁদুর নিধনে বিশেষ ভূমিকা পালন করায় বাচ্চু শেখ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়ে এই পুরষ্কার পান।