জলিরপাড় উপ-নির্বাচনে বিভা মন্ডলের মনোনয়ন জমা
আরেফিন মুক্তা: উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল। ১২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। উল্লেখ্য জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি রায় মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর আওয়ামী লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া, সহ-প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ রনি আহম্মেদ, জলিরপাড় কলেজের অধ্যক্ষ সমির কান্তি শাখারীসহ জলিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক শেখ রনি আহম্মেদ জানিয়েছেন দলীয় মনোনয়ন না পেলেও বিভা মন্ডলকে দলীয় সমর্থন দেয়া হতে পারে।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জুয়েল আহম্মেদ বলেন, চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিভা মন্ডল ছাড়া বিপ্লব মজুমদার, ও শেফালী রানী হালদার।
মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারী এবং আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য জলিরপার ইউনিয়নে সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। ওই ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ২শ ৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৬শ ৩৬ এবং নারী ৮ হাজার ৬শ ৯ জন ভোটার। ভোটকন্দ্রগুলো হলো ফুলকুমারি প্রাইমারি স্কুল, বানিয়ারচর প্রাইমারি স্কুল, কারিতাস টেকনিক্যাল স্কুল, বঙ্গরতœ ডিগ্রি মহাবিদ্যালয় কলিগ্রাম সে.পি. স্কুল কলিগ্রাম চাইল্ড স্পন্সরশিপ কি. গার্টেন স্কুল দঃ জলিরপাড় প্রাইমারি স্কুল, শান্তিপুর প্রাইমারি স্কুল, জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়। উপজেলা নির্বাচন অফিসার আরও জানিয়েছেন নির্বাচন সুষ্ঠ ও অংশগ্রহণ করার জন্য সব সবরকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



Admin
