জমিঘর পেল আরও ২৩৯ গৃহহীন
পরেশ বিশ্বাস: উপজেলার জলিরপাড় ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নেই জায়গা নেই এমন গৃহহীনদের জন্য নতুন করে ২৩৯ টি ঘর নির্মাণ করা হয়েছে । গত ১১ জুন মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা হল রুমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন। এসময় মুকসুদপুর উপজেলা ২৩৯ টি ঘরের মধ্যে ২১৯টি ঘর হস্থান্তর করা হয়। বাকী ঘর গুলো চলমান পর্যায় ক্রমে দেওয়া হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা ছিলো ৩ লাখ ৪০ হাজার টাকা করে। এসময় উস্থিত ছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবীর, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আছাদুজ্জামান নুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফায়জুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, সাংবাদিক হায়দার হোসেন, মো: ছিরু মিয়াসহ অনেকে।



Admin
