জলিরপাড়ে রাইসমিলের তুষের ঘরে আগুন, আহত-৫
বাবু মোল্যা: উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের তুষের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলে এ ঘটনা ঘটে। সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন, রাহুল (২৫), সাকিব (৩৫), বেল্লাল (১৬) আরিফ (৪০)। গুরুতর আহতদের ফমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি জলিরপাড় গ্রামে।
সিন্দিয়াঘাট নৌপু?লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জানিয়েছেন, জলিরপার বাজারে জামান রাইসমিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুষ রাখা হচ্ছিল। সন্ধ্যার দিকে অসাবধানতাবশত ওই তুষে আগুন লেগে যায়। এতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের ৫ শ্রমিক আহত হন। এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। আহত ৫ শ্রমিককে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Admin
