উত্তম কৃষি চর্চায় কৃষক প্রশিক্ষণ
আবদুল মান্নান বীরবল: উপজেলা কৃষি অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় একদিনের জন্য ৫০জন কৃষক নিয়ে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ দেওয়া হয়। ২৩ জুন সকালে মুকসুদপুর প্রাণিসম্পদ হল রুমে প্রশিক্ষণের আয়োজন করা হয়। মুকসুদপুর উপজেলার পৌরসভা, উজানী, জলিরপাড়,ও গোবিন্দপুর ইউনিয়নের মোট ৫০জন কৃষকের কৃষিকাজ এবং উৎপাদিত কৃষিপণ্য উৎপাদন এবং সংরক্ষণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা বাহার উদ্দিন শেখ, ফরিদপুর সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা শাহারিয়ার শেখ। প্রশিক্ষণ শেষে সকল কৃষককে সনদ প্রদান করা হয়।



Admin
