বাটিকামারিতে পাঠাগার উদ্বোধন করলেন অতিরিক্ত সচিব শায়লা ফারজানা
পাননু মাতুব্বর: ‘জ্বালবো আলো আপন মননে’ এই শ্লোগানকে সামনে রেখে, উপজেলার বাটিকামারীতে মন ও মনন লাইব্রেরী উদ্বোধন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। ২৮ জুন শুক্রবার বিকেলে উপজেলার বাটিকামারী বাজার পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন স্থানে এই লাইব্রেরী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। সাহিত্যিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, মন ও মনন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা বেগম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের আর ডিসি অমিত কুমার সাহা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



Admin
