ব্যর্থ প্রেমিকের দুধ গোসল

ব্যর্থ প্রেমিকের দুধ গোসল

আরেফিন মুক্তা: প্রেমের ব্যর্থতা মুছতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছে সুরমান মোল্লা (২২)। বৃহস্পতিবার  ২৮ সেপ্টেম্বর  দুপুরে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা খালে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন তিনি। সে উপজেলার টেংরাখোলা গ্রামের মিজান মোল্লার ছেলে। সে সরকারি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। এসময় প্রায় ৫ শতাধিক উৎসুক জনতা এই ঘটনা উপভোগ করে। শুধু তাই নয় এসময় তিনি উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করে।

সুরমান মোল্লা জানান, নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে একই গ্রামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পাঁচ বছর ধরে তাদের দু’জনের প্রেমের সম্পর্ক ফাটল ধরে। গত ২২ সেপ্টেম্বর প্রেমিকার অন্যত্র বিয়ে হলে এতদিনের প্রেমের বিচ্ছেদ সে মানতে না পেরে ভেঙ্গে পড়ে। পরে সকলে চাপে নিজেকে প্রবোধ দিয়ে  বন্ধুদের পরামর্শে এই ব্যার্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করে। তার দুধ গোসলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।