জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

হাবিবুর রহমান রাসেল: মুকসুদপুরে ৯ মে ২০২৪ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদ্বোধন হয়েছে। ৯ মে বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এই পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়। ২৫ মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন পুষ্টি বিষয়ক কার্যক্রম চলবে এই পুষ্টি সপ্তাহে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কেয়া বালা। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার নয়ন  সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, সাপ্তাহিক মধুমতি কন্ঠ  সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, হাদিউজ্জামান হাদী, তারিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহের মামুন,কালের কণ্ঠের পরেশ বিশ্বাস, কাজী রানা, রাসেল কাজী, লিয়াকত হোসেন প্রমুখ।