গোবিন্দপুরে ফুটবল টুর্নামেন্ট ঢাকপাড় চ্যাম্পিয়ান

গোবিন্দপুরে ফুটবল টুর্নামেন্ট ঢাকপাড় চ্যাম্পিয়ান

সুমন মীর: উপজেলার গোবিন্দপুর ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসময় ঢাকপাড় বনাম ধামরাই ঢাকা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ধামরাই একাদশকে হারিয়ে ঢাকপাড় একাদ্বশ ২-০ গোলে বিজয়ী হয়ে কাপ গ্রহণ করে। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, ঢাকা মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আবুল হাচান মুন্সি,  মুকসুদপুর থানা অফিসার্স ইনচার্জ আশ্রাফুল ইসলাম, ঢাকা কেরানীগঞ্জ থানার ইনচার্জ মোস্তফা কামাল মুন্সি, করোনা ফ্যাসন লিমিেিটডের জিএম বাবুল কাজী, মুকসুদপুর উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি মফিজুর রহমান ফরিদ মুন্সি, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, রাসেল ক্রীড়াচক্রের কর্মকর্তা জাহাঙ্গীর সেখসহ প্রমুখ। খেলা পরিচালনা করেন মোস্তফা জামান মুন্সি ও সুমন মেম্বার।