ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা-মামলা
রবিউল খন্দকার: উপজেলার পশারগাতী ইউনিয়নে ফুটবল খেলাকে কন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় ১০জন আহত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণাদিয়া বুড়িমার বটতলা মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন বিকালে হামলা করে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনায় কৃষ্ণাদিয়া গ্রামের মোজাফ্ফর হোসেন বাদী হয়ে একই গ্রামের টুটুল মোল্যাকে প্রধান আসামী করে মোট ১০ জনের নামে থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা হলে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মুকসুদপুর থানায় দায়েরকৃত মামলায় দেখাযায়, ঘটনারদিন দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। একই দিন বিকালে তাহের হোসেন সবুজ কৃষ্ণাদিয়া বাজারে তার ঔষধের দোকানে যাওয়ার পথে তারার বটতলা নামক স্থানে পৌছামাত্র বিবাদীগণ একযোগে আক্রমণ করে। এবং তার ব্যবহৃত মটরসাইকেল ভাংচুর করে, তার কাছে থাকা বিভিন্ন ধরনের প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ঔষুধ এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। থানায় মামলা দায়ের হলে মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



Admin
