প্রকৌশলী ফারুকুল ইসলাম মিয়ার ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি: পৌরসভার কমলাপুর গ্রামের আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো.ফারুকুল ইসলাম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। ২৮ অক্টোবর সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনুগ্রাহী রেখে গেছেন।
২৯ অক্টোবর মঙ্গলবার নারায়নগঞ্জের মিশন পাড়া জামে মসজিদে সকাল সাড়ে ১০টার সময় মরহুমের ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল ৩টার সময় তার নিজ গ্রাম কমলাপুরের মধ্যপাড়া জামে মসজিদে ২য় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।



Admin
