বাটিকামারীতে সাহিত্য সম্মেলন - সভাপতি জিয়াউল হক সম্পাদক আজাদ

বাটিকামারীতে সাহিত্য সম্মেলন - সভাপতি জিয়াউল হক সম্পাদক আজাদ

পাননু মাতুব্বর: উপজেলার বাটিকামারীতে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন বরেণ্য কথা সাহিত্যিক, কবি, নাট্যকার ও কলামিস্টদের মিলন মেলায় পরিণত হয়।১০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার বাটিকামারীতে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদক বিজয়ী, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী ও গবেষক প্রফেসর আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি, কবি ও আইন গবেষক জিয়াউল হক, কবি প্রফেসর আব্দুল হাকিম, কথা সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব বিএম এরশাদ, শিক্ষাবিদ আবুল হোসেন।অনুষ্ঠানের সভাপত্বি করেন বহুমাত্রিক লেখক একে আজাদ।বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিগণ তাদের বক্তব্যে দেশের সাহিত্য অঙ্গন আরো সমৃদ্ধ করতে কবি, সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান জানান।প্রথম অধিবেশনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের মিলন মেলা ও আড্ডা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বে বিকেলে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।ভাষা সাহিত্য একাডেমী,বাংলাদেশ,এই সাহিত্য সম্মেলনের আয়োজন করে। জিয়াউল হককে সভাপতি ও একে আজাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ভাষা সাহিত্য একাডেমির ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।