থাইল্যান্ডে ‘ওয়ার্ল্ড মিট বেষ্ট পার্সন’ সম্মাননা পেলেন হায়দার হোসেন

থাইল্যান্ডে ‘ওয়ার্ল্ড মিট বেষ্ট পার্সন’ সম্মাননা পেলেন হায়দার হোসেন

বিশেষ প্রতিনিধি: ‘আমরা বিশ্বে শান্তি চাই’ স্লোগানে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সংস্থা ওয়ার্ল্ড মিট এবছরে বেষ্ট পার্সন থাইল্যান্ড ২০২৪ সম্মাননা পেলেন হায়দার হোসেন। ৮ মে বুধবার থাইল্যান্ড এর রাজধানী ব্যাংককের রযেল রত্নাকিশোর হোটেলে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড মার্শাল আর্টিটিস্ট কাউন্সিল এন্ড আইডিসিও (ইডকো) এর আয়োজনে এই ওয়ার্ল্ড বেস্ট পারসন এ্যাওয়ার্ড (শান্তি পুরষ্কার) দেয়া হয়। হায়দার হোসেন তৃণমূল সাংবাদিকতা ও সমাজসেবায় এই এ্যাওয়ার্ড লাভ করেন।  ৮ মে থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের রাজকীয় রত্নাকিশোর হোটেলে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজা আর এইচ সানি উইজায়া নাতাকাসুমা এসএইচ, রাজপরিবার সদস্য ও থাইল্যান্ডের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল ওয়াইয়াওয়াত চাক্ররাবান্দ, ইন্দোনেশিয়ার সুলতান মুহাম্মদ ইউনুস আবদুল্লা রাহমাদশিয়ান, থাইল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রী সুথিন কলুঙ্গাসাঙ্গ, বারল্যান্ড আফ্রিকার পর্যটন মন্ত্রী ড. মিংগামা ডরজি শেরপা, ইন্দোনেশায়ার জেনারেল গ্রান্ড মাস্টার প্রফেসর দাতোসেরি সুম্পান্ড রাতাপাথ্যাইয়া, ওয়ার্ল্ড কমিটির সদস্য আরব আমিরাতের ড. বু আবদুল্লাহ এবং ভারতীয় এ্যাস্ট্রলজার ড. আতলান্তা কাশ্যপ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ২জন প্রতিনিধি ছাড়াও স্বাগতিক থাইল্যান্ড, জাপান, ইন্দোনিশিয়া, শ্রীলংকা, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ইটালী, পাকিস্তান, নেপাল, মালোশিয়া ফিলিপাইন, জার্মানি, সাউথ কোরিয়া লন্ডনের অধিবাসীরা অংশগ্রহণ করেন।   এর আগে ১০ এপ্রিল আয়োজক কমিটি চতুর্থ ওয়ার্ল্ড মিট ওয়ার্ল্ড এ্যাওয়ার্ডের জন্য হায়দার হোসেনের মনোনয়ন নিশ্চিত করে অনুমোদন পত্র প্রেরণ করলে তিনি থাইল্যান্ডের ভিসার আবেদনসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেন এবং ৭ মে তারিখে যথাসময়ে বাংলাদেশ বিমানে ব্যাংকক পৌছে রিপোট করেন। বাংলাদেশ দলে এমডি মাহবুবুর রহমান ও হায়দার হোসেন অংশ গ্রহণ করেন। এ্যওয়ার্ড অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট, সম্মাননাসহ অংশ গ্রহণের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্য সাংস্কৃতিক দলের মনোমুগ্ধকর নাচ, গান ও মার্শাল আর্ট প্রদর্শিত হয়।