প্রেসক্লাব ফ্যামেলি ডে অনুষ্ঠিত
কামরুজ্জামান কামাল: মুকসুদপুর প্রেসক্লাব এর ‘ফ্যামেলি ডে’ অনুষ্ঠিত হয়েছে। ২৭জুন বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এই ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার নিজ বাড়ি কমলাপুরে ছিলো প্রেসক্লাবের সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন আয়োজন। প্রেসক্লাব সদস পরিবারের নারী এবং শিশুদের জন্য ছিলো বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরের ভুরিভোজের পরে আকর্ষণীয় লাকী কুপন ড্র শেষে বিকালে পুরষ্কার বিতরণ করা হয়। লাকী কুপন ড্রতে আকর্ষণীয় ৫৫টি পুরষ্কার ছিলো। প্রথম পুরষ্কার পেয়েছেন মুকসুদপুর সংবাদ রিপোর্টার ইসমাইল হোসেন পাননু। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়া। সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা শহীদুল ইসলাম বেলায়েত, সহ-সভাপতি মো: ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, সদস্য তৌহিদুল হক বকুল, দাতা সদস্য মাহবুব হাসান বাবর। অনুষ্ঠিত ফ্যামেলি ডে-তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপু থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন প্রমুখ।



Admin
