মুকসুদপুর ৫৩তম শত্রুমুক্ত দিবসে দীপ্ত শপথ

মুকসুদপুর ৫৩তম শত্রুমুক্ত দিবসে দীপ্ত শপথ

জাফর আহমেদ মল্লিক

সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদ্ধ চেতনামন্ত্রে দীক্ষা নিয়ে ১৯৭১এর মহান স্বাধীনতা সংগ্রামে অগনিত বীর বাঙালী পাকি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে ঝাপিয়ে পড়েছিলেন, বিভিন্ন সেক্টরে ও সাব সেক্টরে বিভক্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গণে মরণপণ যুদ্ধ চালিয়ে যায়। তার মধ্যে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকাকে শত্রু মুক্ত করার লক্ষ্যে আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক; আমার সহযোদ্ধা গ্রুপ কমান্ডার আঃ ওয়াজেদ মোল্যা, গ্রুপ কমান্ডার আশ্রাফুজ্জামান কহিনুর ও গ্রুপ কমান্ডার মোঃ আলতাফ খানসহ ৪ দলের ৭২জন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দির্ঘ ১১ঘন্টা বীর দর্পে যুদ্ধ করে বাংলাদেশের সর্ব প্রথম ১৯৭১ সালের ৯ই আগস্ট মুকসুদপুর থানাকে শত্রু মুক্ত করেছিলাম। মুকসুদপুর রণাঙ্গণের  বীরত্বগাথা ইতিহাস সর্বজন ন্বীকৃত ও বিদিত। মুকসুদপুর শত্রু মুক্ত দিবসের ৫৩তম শত্রুমুক্ত দিবসে আমি মুকসুদপুরের সকল বীর যোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আর যে সকল সাথী যোদ্ধারা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে তাঁদের রূহের মাগফেরাত কামনা ও বিদেহী আত্মার জন্য ¯্রষ্টার নিকট দোয়া প্রার্থনা করি। আমরা যারা বেঁচে আছি তাদের সকলের বয়স আশির কোটায়। অদূর ভবিষ্যতে আমরা কেহই থাকব না। তাই আপনাদের নিকট আমার বিনীত নিবেদন এই যে, আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং বিনয়ী হয়ে মতবিনিময় করি। কোন সাথী যোদ্ধার মৃত্যু সংবাদ পেলে তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা বা বিদায়ী সালাম জানিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যেন ভুল না করি।

পরিশেষে আমরা যেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাই সেই সঙ্গে মুক্তিযোদ্ধার স্বন্তানদের প্রতি আমার নির্দেশ তোমরা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, সম্প্রদায়-সম্প্রীতি বজায় রেখে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রাজাকার জামাত শিবির হেফাজতসহ সকল মৌলবাদী গোষ্ঠীর গতিরোধ করে আমাদের অসমাপ্ত কাজ তোমরা সমাপ্ত করিবে আমার দৃঢ় বিশ্বাস। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে, জাতিরজনকের কণ্যা গণতন্ত্রের মানষ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এই হোক মুকসুদপুর শত্রুমুক্ত দিবস ২০২৩ উৎসবে মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের দীপ্ত শপথ। ‘প্রজন্ম থেকে প্রজন্মের প্রাণে জ্বালিয়ে যাব একাত্তুরের শিখা’।# যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক, মুকসুদপুর রণাঙ্গণের অধিনায়ক’৭১ রানী মহল, কেন্দুয়া মুকসুদপুর।