অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান রাসেল: উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়াগ্রাম বিল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৯ মে রোববার সন্ধ্যায় ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রাম বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারিনি পুলিশ। ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, গোয়ালগ্রাম বিলের মধ্যে ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মার্গে প্রেরণ করে। ওসি আরো জানান, ওই নারীকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।