অবশেষে যানজট মুক্ত পৌরবাসী

অবশেষে যানজট মুক্ত পৌরবাসী

নিজস্ব প্রতিনিধি: মুকসুদপুর সংবাদের ১ নভেম্বর ২০২৩ সংখ্যায় ‘যানজটে নাকাল পৌরবাসী, ( সময়ের অসঙ্গতী-১)’ শিরোনামে একটি খবর প্রকাশ পায়। যে খবরের প্রতিক্রিয়ায় পৌরসভার যানজট নিয়ে ব্যাপক আলোচনা হয়। রমজানের মাঝামাঝি এসে টনক নড়েছে মুকসুদপুর পৌরসভার। এতে করে পৌর  সদর বাজারের যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। যাতে স্বস্তি ফিরেছে পৌরবাসীসহ সদর বাজারে বিভিন্ন কাজে আগত জনসাধারণের মাঝে।

মুকসুদপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ এলাকা চৌরঙ্গী মোড়ে ৪জন, সোনালী ব্যাংক মোড়ে ৩ জন, কমলাপুর ব্রিজ হাসপাতাল গেটে ৪ জন, কাঁচাবাজার এলাকা৩ জনসহ এসব জায়গায় পৌরসভার উদ্যোগে যানজট নিরসনে মোট ১৬ জন কর্মী নিয়োগ করা হয়েছে। এসকল কর্মীরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর বাজার যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যান জট নিরসনে কর্মী জুয়েল জানিয়েছে দীর্ঘ কয়েক বছরের যানজটে মুকসুদপুর বাসী নাকাল ছিল। পৌরসভার উদ্যোগে সে কর্মী হয়ে কাজ করছেন। প্রথমে অটো বা ভ্যান চালকরা কথা মানতো না। এখন শুধুমাত্র ইশারা দিলেই চালকরা যাত্রী নামিয়ে নিরাপদ স্থানে চলে যান।

পৌরসভার কাউন্সিলর জাহিদ মোল্যা জানান জন ভোগান্তির কথা মুকসুদপুর সংবাদে প্রকাশের পরে গত মাসের পৌরপরিষদের মিটিং সর্ব সম্মতিক্রমে জানান, সকল কাউন্সিলর ১জন করে কর্মী এবং মেয়র মহোদয় দিয়েছেন ৪ জন সব মিলিয়ে ১৬ জন কর্মী যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। এতে সারা উপজেলার মানুষ সদরে এসে যানজট মুক্ত শহরে চলাচল করতে পারছে।

পৌরসভার বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক ছিরু মিয়া মুকসুদপুর সংবাদকে ধন্যবাদ জানিয়ে বলেন মেয়র আশরাফুল আলম দায়িত্বপূর্ণ কর্মকা-ে পৌরবাসী সুফল পাচ্ছে। জনবান্ধব মুলক সকল কর্মকান্ডে পৌরবাসীকে নাগরিক সেবা দিয়ে যাবেন।

মুকসুদপুর পৌরপরিষদকে জনকল্যাণ মুলক কর্মকা- ধন্যবাদ জানান। তবে এই যানজট যেন অল্প কয়দিনের জন্য না হয়ে দীর্ঘস্থায়ী তার দায়িত্ব নেবেন মুকসুদপুর পৌরসভার দায়িত্ববান মেয়র।