একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে দিপু
নিজস্ব প্রতিনিধি: মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হাদিউর রহমান দিপু। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে প্রথম সভায় এমনটিই বলেছেন। তার সাথে একমত পোষণ করেছেন সদ্য নির্বাচিত ও মনোনীত সদস্যবৃন্দ। গত ১২ অক্টোবর বিদ্যালয়ের সভাকক্ষে সকল সদস্যদের নিয়ে প্রথম মিটিং করেন। এরপরে উপস্থিত শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নতুনভাবে দায়িত্ব গ্রহণ করা সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। এই কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন দাতা সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য সাহিদুজ্জামান পল্টু মিয়া, আলমগীর ফকির, গোলাম ফরহাদ রিপন, মো. শাহিদুজ্জমান ঝিলু শেখ, নারী সদস্য নাহিদা খানম, নারী শিক্ষক প্রতিনিধি শিরিনা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি শঙ্কর কুমার চক্রবর্তী ও রহমত আলী খান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিৎ কুমার বিশ্বাস। ওই সভায় শিক্ষার গুণগত ও সংখ্যাগত মান উন্নয়ন করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সেই সাথে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের পরামর্শ কামনা করেন সভাপতি এবং ওই দিনই শিক্ষানুরাগী সদস্য হিসেবে মুকসুদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মানোয়ার হোসেন মুন্সীকে মনোনয়ন দেয়া হয়। স্কুলের সভাপতি হাদিউর রহমান দিপু মুকসুদপুর সংবাদের সাথে আলাপকালে জানান সুষ্ঠু, সুন্দর এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের পরে প্রথম সভায় লিখিত ও মৌখিক বেশ কতগুলো সিদ্ধান্ত নেয়া হয়। এর পরে শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের রূপকার ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি’র সাথে দেখা করেন। তিনি বর্তমান কমিটিকে শিক্ষার মান উন্নয়নে বেশ কয়েকটি পরামর্শ দেন।
উল্লেখ্য দক্ষিণ চন্ডীবরদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মতিয়ার রহমান চুন্নু মিয়ার কনিষ্ট সন্তান হাদিউর রহমান দিপু নিজের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এইচ রহমান এন্ড কোং এর স্বত্তাধীকারি ছাড়াও মুকসুদপুর সদর জামে মসজিদের কোষাধ্যক্ষ, টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, দক্ষিণ চন্ডিবরদী ফোরকানিয়া মাদ্রাসার দাতা সদস্য, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভবন এম রহমান প্লাজা’র পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও দিপু মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে রাজনৈতিক দায়িত্বও পালন করছেন। সমাজের প্রতি আরও দায়িত্বশীল যেন থাকতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন।



Admin
