কম-বেশি ভোটার উপস্থিতি

কম-বেশি ভোটার উপস্থিতি

উপজেলা পরিষদ নির্বাচনে এবারের মোট ভোটার ছিলেন ২ লাখ ৬০ হাজার ৫শ ৪২ জন। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৩১ হাজার ৯শ ৭ জন। যার শতকরা হার ৫০.৬৩ %। সর্বচ্চ ভোট পড়েছে পৌরসভার ৬ নং গোলাবাড়ীয়া কেন্দ্র ৭০.১৭ % ।

অপর দিকে সর্বনিম্ম হারে ৩০.৫৬% ভোট পড়েছে গোহালা ইউনিয়নের ৬৬ নং  কেন্দ্র দক্ষিণ গঙ্গারামপুর কেন্দ্র। বিজয়ী প্রার্থী কাবির মিয়া সর্বচ্চ ভোট ১ হাজার ৯শ ৩১  পেয়েছেন  পৌরসভার কমলাপুর কেন্দ্রে  এবং  সর্বনিম্ম ৫৫ নং রাঘদী মাহতাব উদ্দীন প্রাইমারি স্কুল কেন্দ্রে ১০১ ভোট। নিকটতম মহিউদ্দীন আহম্মেদ মুক্ত সর্বচ্চ ভোট ১ হাজার ১শ ৩০ পেয়েছেন মহারাজপুরের লোহাইড় মাদ্রাসা কেন্দ্রে এবং  সর্বনিম্ম ৮৭ করে ভোট পেয়েছেন পৌরসভার প্রভাকরদী এবং কমলাপুর কেন্দ্রে । ৩য় স্থান অধিকারি আবুল কাশেম রাজ সর্বচ্চ ভোট খান্দারপাড়ার ধারেন্দা কেন্দ্রে ১৫শ ৩ ভোট পেয়েছেন এবং  সর্বনিম্ম  পৌরসভার গোলাবাড়ীয়া কেন্দ্রে ১১ ভোট।