গবাদি পশুর প্রোজেনী মেলা
হাবিবুর রহমান রাসেল: “বদলে যাবে সারা দেশ, দুধে মাংশে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মুকসুদপুরে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেন দ্বারা উৎপাদিত গবাদি পশু (গরুর) বাছুরের প্রোজেনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসিআই এ্যানিমাল জেনেটিক্স এর আয়োজনে উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রজেনী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মেলায় ৩০ টি ষ্টলে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেনের উৎপাদিত গবাদি পশুর (গরুর) বাছুর নিয়ে আসেন উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা। মেলায় গরুর বাছুরের স্বাস্থ্য পরীক্ষা ও গবাদি পশুর খাবার বিতরণ করা হয়।



Admin
