বঙ্গমাতার জন্মদিনে সেলাইমেশিন ও ঋণ বিতরণ
রবিউল খন্দকার: মুকসুদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন দিন নানান কর্মসুচীর মাধ্যমে উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া এবং দু:স্থ ও প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণ। ৮ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পনণকরেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগসহ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এর পরে উপজেলার ফারুক খান মিলনায়তনে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান, কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান জানান, মহীয়সী এই নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষীকিতে উপজেলার ৯ জন দুঃস্থ প্রশিক্ষিত মহিলার মাঝে পা- চালিত ৯টি সেলাই মেশিন বিতরণ এবং মহিলাদের আত্ম- কর্মসংস্থানের জন্য ২৩ জন মহিলার মাঝে ১২ লাখ টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।



Admin
