মৎস সপ্তাহে পুরস্কার বিতরণ
পরেশ বিশ্বাস: মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং সেরা মৎস চাষীদেরকে পুরস্কার দেয়া হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মৎস চাষী বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, মৎসজীবি অচিন্ত কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল।



Admin
