শোক দিবসের আয়োজন - আছিয়ায় শিক্ষার্থীদের টাকা ফেরত
নিজস্ব প্রতিনিধি: উপজেলার মোচনা ইউনিয়নে আছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে শোক দিবসের অনুষ্ঠানের ব্যয় মিটাতে আদায়কৃত টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। জানাগেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিকট হতে ৫০ থেকে ১শ টাকা হারে টাকা আদায় করা হয়। এ ঘটনা এলাকায় তোলপাড় অবস্থা তৈরি করেছে।সারা মুকসুদপুরে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫০টি প্রতিষ্ঠানের আয়োজনে শোক দিবস উদযাপন করলেও একমাত্র ব্যতিক্রম মোচনা ইউনিয়নের আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছেন সারা দেশের মতো মুকসুদপুরের সকল মাধ্যমিক বা উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনের কথা থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে টাকা গ্রহণ করার কোন নির্দেশনা ছিল না। আছিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের থেকে চাঁদা আদায় করায় অবশ্যই নিন্দনীয় কাজ করেছে। এ নিয়ে গণমাধ্যম কর্মীরা খোঁজ খবর নিলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে যে কিছু শিক্ষার্থীদের টাকা ফেরৎ দেয়া হয়েছে।
আছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আইকদিয়া হাসিনুরের মেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবা, একই গ্রামের আলমগীরের মেয়ে তানজিলা, শফিকের ছেলে ৭ম শ্রেণীর শিক্ষার্থী জয়সহ ৯ম শ্রেণীর সিয়াম, ইমন, সুমনা, সজীব, ৭ম শ্রেণীর আজিজ, ৬ষ্ঠ শ্রেণীর বাদল, সাদাব জানায় তাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে জাতীয় শোক দিবসের কথা বলে টাকা আদায় করা হয়েছে। শিক্ষার্থীরা জানায় বাড়ী থেকে অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে অধিকাংশ শিক্ষার্থী যথারীতি ধার্যটাকাও পরিশোধ করে।
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের ইংরেজী বিভাগের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম সোহেল জানান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের কাছ থেকে ধার্যকৃত টাকা সকল শ্রেণী শিক্ষক আদায় করেছেন। তাদের স্কুলে মোট শিক্ষার্থী ৫শ ১৩ জন। প্রধান শিক্ষক স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতির সম্মতি ও নির্দেশনায় এই ধার্য টাকা উত্তোলন করা হয়েছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জানান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্কুলের শিক্ষার্থীদের জন্য অনেক কিছুই করেন, এবার জাতীয় শোক দিবসে স্কুল সভাপতি বিশাল আয়োজন করেছেন। ওই আয়োজনে স্কুলের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, কয়েকজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত থাকছেন। আমাদের শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানে এবং খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উঠানোর বিষয়টি কোন মিটিং না হলেও সভাপতিসহ ম্যানেজিং কমিটি’র সদস্য জানতেন। তবে মিডিয়ার সাংবাদিকরা এই বিষয়ে জানাজানি হওয়ায় শিক্ষার্থীদের টাকা ফেরৎ দেয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত আলী মোল্যা মুকসুদপুর সংবাদকে জানান সারা দেশের মতো মুকসুদপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন করা অত্যাবশ্যক। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারণ করে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে পাঠানোর নির্দেশনা দেয়া আছে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন নির্দেশনা বা ইংগিত নেই। এটা অবশ্যই নিন্দনীয় কাজ। এ বিষয়ে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। কারা এটা করার সিদ্ধান্ত নিয়েছে সেটা খতিয়ে দেখব।
শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উঠানোর বিষয়ে আইকদিয়া আছিয়া উচ্চ সভাপতি খন্দকার মঞ্জুরুল হক লাবলু’র মুখপাত্র দুলাল শিকদার জানান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বা কোন সদস্য’র পক্ষ থেকে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উঠানোর সিদ্ধান্ত হয়নি। আমরা গণমাধ্যমকর্মীদের মুখে শুনতে পেরে তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা দেয়া হয়েছে টাকা ফেরৎ দেয়ার। ইতোমধ্যে অনেক শিক্ষার্থীরা টাকাও ফেরৎ পেয়েছেন।



Admin
