উজানীতে ৪ গরু পুড়িয়ে হত্যা ৪ লাখ টাকার ক্ষতি

উজানীতে ৪ গরু পুড়িয়ে হত্যা ৪ লাখ টাকার ক্ষতি

আরেফিন মুক্তা: মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে পুর্ব শত্রুতা সাধনে প্রতিপক্ষকে ঘায়েল করতে গভীর রাতে গোয়াল ঘরে আগুন দেওয়ায় ২টি গর্ভবতী গাভী পুড়ে মারা গেছে ওই ঘরে আরও ২ টি আহত হয়ে সংকটাপন্ন হয়ে পরে মৃত্যু বরণ করে।  ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি গ্রামে। মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদনের বরাত দিয়ে জানান ওই গ্রামে প্রভাবশালী মিজান মোল্যার সাথে ইয়াদ আলী মোল্যার সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা, এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধে উভয় পক্ষে একাধিক মামলা মোকাদ্দমা চলমান। এরই জের ধরে গত ১৩ এপ্রিল গভীর রাতে প্রতিপক্ষ ফরিদ মোল্যা তাদের প্রতিপক্ষ কাওসার মোল্যার গোয়ালগরে আগুন ধরিয়ে দেয়।  এতে ওই ঘরে থাকা ২টি গর্ভবতী গাভী পুড়ে মারা গেছে। আরও দুটি গরুর আংশিক পুড়ে যায়।  আশংকাজনক অবস্থায় পরে গরু দুটিও মারা যায়। এতে ক্ষয় ক্ষতির পরিমান হয়েছে ৪ লাখ টাকা।

ওসি আরও জানান এব্য্পারে ক্ষতিগ্রস্থ কাওসার মোল্যার ভাতিজি মনিরা খানম ১০কে আসামী করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দোষীদের বিচারের জন্য আদালতে পেশ করা হবে।