যোগদান করলেন সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান নূর

যোগদান করলেন সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান নূর

মেহের মামুন: মুকসুদপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার ভূমি হিসাবে যোগদান করলেন মোহাম্মদ আসাদুজ্জামান নূর। ১৫ এপ্রিল সোমবার তিনি মুকসুদপুরে যোগদান করেন। তিনি ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। তার নিজ জেলা চট্রগ্রাম। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে সফলভাবে সরকারি দায়িত্ব পালন করেছেন।  

নবাগত সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান নূর তার প্রতিক্রিয়ায় মুকসুদপুর সংবাদকে জানান, তার উপর সরকার কর্তৃক দায়িত্ব কর্তব্য তিনি যথাযোগ্যভাবে পালন করে থাকেন। মুকসুদপুর উপজেলা একটা বড় এরিয়া। এখানকার মানুষের ভূমি সেবা আরও উন্নত করা হবে। ভূমি অফিসে এসে একজন সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে তিনি ভূমি সেবা দিয়ে যাবেন।