স্তন ক্যান্সার বিষয়ক আলোচনা

স্তন ক্যান্সার বিষয়ক আলোচনা

পাননু মাতুব্বার: বাটিকামারীতে স্তন ক্যান্সার বিষয়ক আলোচান সভা ও স্ক্রিনিং কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বাটিকামারী প্রশিকার আঞ্চলিক কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এসময় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্ক্রিনিং বিষয়ে, দক্ষতা, সচেতনতা ও শিক্ষা দেয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আসা ডা. ইফফাত আরা নাওমি, ডা. মারিয়া সুলতানা ও ডা. রাশেদুজ্জামান জয়। এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রশিকার উপ প্রধান নির্বাহী মো.আব্দুল হাকিম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা.রায়হান ইসলাম শোভন, প্রশিকার পরিচালক সালাউদ্দিন মিলন, বাটিকামারী ইউপি চেয়ারম্যান ইবাদত মাতুব্বর, মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, প্রশিকার স্বাস্থ্য কর্মসূচির বিভাগ প্রধান মো.মহসিন, প্রশিকার কেন্দ্রীয় ব্যবস্থাপক ইয়াকুব শেখ, বিভাগীয় ব্যবস্থাপক অমল মন্ডল, রনজিৎ কুমার দাস, এলাকা ব্যবস্থাপক সুনিল কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার কেন্দ্রীয় ব্যবস্থাপক রাশিদা বেগম।