পুরাতন মুকসুদপুরে খাট কেনাবেচা নিয়ে সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি: উপজেলার পুরাতন মুকসুদপুর বাজারে খাট কেনাবেচা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১, থানায় মামলা দায়ের। ২৬ জানুয়ারী শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, ফার্নিচার ব্যবসায়ী সারমিন শেখের দোকানে একটি খাটের অর্ডার দেন গোবিন্দপুর গ্রামের আক্কাস সিকদার। নির্ধারিত দিনে ডেলিভারি দিতে না পারায় এবং খাটের নকসায় ত্রুটি হওয়া নিয়ে দু’জনের মাঝে কথা বাকবিতন্ডা হয়। গণ্যমান্য ব্যক্তিরা সালিশের মাধ্যমে ঘটনার মীমাংসা করে দেন। পরে বিকাল সাড়ে পাঁচ টার দিকে আক্কাস সিকদার তার লোকজন নিয়ে এসে অতর্কিতভাবে সারমিন শেখের দোকানে হামলা করে। এসময় পশারগাতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামিম মুন্সি আহত হয়। এ ঘটানায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেন সামিম মুন্সী। অভিযোগ দেয়ার পরে পুলিশের কার্যক্রম তাদের পছন্দ না হওয়ায় ২৭ জানুয়ারী শনিবার সকালে মুকসুদপুর বাজার সংলগ্ন ঢাক-খুলনা মহাসড়ক প্রায় ঘন্টাখানেক বন্ধ করে রাখে। এসময় তারা রাস্তার উপর কাঠের গুড়িতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যানচলাচল স্বাভাবিক করেন।



Admin
