দুর্গাপুরে ওয়াজেদ মুন্সির ওরস মোবারক
পরেশ বিশ্বাস: উপজেলার দুর্গাপুর গ্রামে পীর শাহ সুফি আব্দুল ওয়াজেদ মুন্সি আল কাদেরীর তিরানব্বইতম ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী শনিবার থেকে সোমববার পর্যন্ত ৩ দিনব্যাপী ওরস মোরবারক এবং গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওরস শরীফে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা সমাগত হয়। গ্রামীণ মেলায় কয়েক হাজার দোকানীরা পশরা সাজিয়ে বসে। কোন রকম অপ্রীতিকর ঝামেলা ছাড়া ওরশ মোবারক শেষ হয়েছে।
বর্তমান খাদেম হাজী মো: ফারুক হোসেন মুন্সি জানান, দেশের দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের পদচারণায় ওয়াজেদ মুন্সির দরবার শরীফ মুখরিত হয়ে থাকে।



Admin
