শিশুদের জন্য ভিটামিন এ প্লাস

শিশুদের জন্য ভিটামিন এ প্লাস

নিজস্ব প্রতিনিধি: মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ’প্লাস খাওয়ানো হয়েছে প্রায় ৫০ হাজার শিশুকে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ১৭ ইউনিয়নের ৫১ ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৯শ ৮৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের ৪২ হাজার ৯শ ৩০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এর আগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ৬ ডিসেম্বর বুধবার  স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা। সভায় ইউএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, ১২ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৭ ইউনিয়নের ৫১ ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৯শ ৮৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের ৪২ হাজার ৯শ ৪৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।