মুকসুদপুর সংবাদের পঁচিশে পা ছড়িয়ে যাক প্রাণের উচ্ছ্বাস

মুকসুদপুর সংবাদের পঁচিশে পা ছড়িয়ে যাক প্রাণের উচ্ছ্বাস

হায়দার হোসেন

উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার এই স্লোগান নিয়ে ১৯৯৯ সালের  নভেম্বররের প্রথম পক্ষে উপজেলায় স¤পূর্ণ স্থানীয়ভাবে  সম্পাদনায় অভিজ্ঞতাহীন  তৃণমূল পর্যায়ের একদল আনকোরা সাংবাদিকদের হাতে মুকসুদপুর সংবাদ এর জন্ম।

দেখতে দেখতে মুকসুদপুর সংবাদ দুই যুগ অতিক্রম করে ২৫ বছরে পর্দাপণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল ক্ষণে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই। নিরেপেক্ষতার ভান করে নয়, প্রকৃতভাবেই উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার এর পক্ষ নিয়ে পথ চলেছে মুকসুদপুর সংবাদ। প্রতিনিয়ত উন্নয়নের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, মানবাধিকারের পাশে দাঁড়িয়ে মুকসুদপুরবাসীর প্রাণে জায়গা করে নিয়েছে। আমি মনে করি এটা প্রথমত আমার, আমার মুকসুদপুর সংবাদ টিম, এবং সর্বোপরি মুকসুদপুর সংবাদ পাঠকের অবদান। চির কৃতজ্ঞ পাঠক ও বিজ্ঞাপন দাতাদের কাছে। তারা এই সংবাদপত্র পাঠ করে মনে করেছেন এটিকে বাঁচিয়ে রাখতে দরকার বিজ্ঞাপন, দরকার পৃষ্ঠপোষকতা।

শুরু থেকে উন্নয়ন বঞ্চিত মুকসুদপুরের সকল সমস্যা তুলে ধরা এবং সমাধানের জন্য সংবাদপত্রে একের পর এক প্রতিবেদন প্রকাশ  পেয়েছে। যার কারণে একটা উপজেলা নয়, আমরা এবার এক একটি ইউনিয়ন এর উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছি। সেই সব প্রতিবেদন একটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ একাধিক গ্রামে কি কি উন্নয়ন হয়েছে সেই প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ তথা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি। আমরা আশা করি, আমাদের এই লক্ষ্য অর্জনে এবং গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় মুকসুদপুর সংবাদ আরও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। ছোট্ট একটি পরিবার থেকে মুকসুদপুর সংবাদ এর ব্যাপ্তি এখন মহল্লা-ইউনিয়ন, উপজেলা-জেলাসহ সমগ্র দেশ ছাড়িয়ে প্রযুক্তির কল্যাণে বিশ্বময়। মুকসুদপুর এবং মুকসুদপুরেরে শুভাকাক্সক্ষীর মাঝে স্বপ্ন ও শপথের এক আলোকবিন্দু হয়ে ওঠা একটি গণমাধ্যম মুকসুদপুর সংবাদ। দীর্ঘ এই পথ পাড়ি দিতে পথে পথে বাঁধা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ছিল। সহযোগিতায় হাত বাড়িয়ে ছিলেন অনেকেই। কেউ কেউ হারিয়ে গেছেন চিরতরে। তাঁদের জন্য হৃদয়ের কোনে তীব্র ব্যথা, কিন্ত তাদের অনুপ্রেরণা নিয়েই আমাদের গন্তব্য আগামী অজানার পথে। অতীতের প্রতিবন্ধকতা গুলো মানুষের ভালোবাসার তোড়ে উৎরে গেছে। বিশ্বময় মুকসুদপুর সংবাদ পাঠক বন্ধুদের জন্য ছড়িয়ে দিলাম পঁচিশের উচ্ছ্বাস।# হায়দার হোসেন, সম্পাদক, মুকসুদপুর সংবাদ