গণতন্ত্র ও উন্নয়ন চেতনায় ঋদ্ধ মুকসুদপুর সংবাদ
মুকসুদপুর উপজেলার স্বনামে সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় স্থানীয় একমাত্র সংবাদপত্র পাক্ষিক মুকসুদপুর সংবাদ প্রকাশনা বিশবর্ষ অতিক্রম করে পচিঁশ এ পা দিচ্ছে, এটি অত্যন্ত আনন্দের এবং গর্বেরও। আর্থ-সমাজ-পরিবেশের উজান-ঝড় ঠেলে মুকসুদপুর সংবাদ এতদিন করছে এর প্রশংসা ও কৃতিত্বের তারিফ করলে যথার্থ মূল্যায়ণ সম্মান প্রকাশ হয় না, আরো বড় কোন কিছুর দাবিদার।। ১৯৯৯ সালে প্রত্রিকা প্রকাশ থেকে অদ্যাবধি এর জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। এলাকার সন্তান হয়ে পত্রিকা প্রকাশনা সংশ্লিষ্ট সকলেই আমার সুপরিচিত, আপনজন। তাদের সাফল্য ও কর্মময় জীবনের সমৃদ্ধি কামা করি। মুকসুদপুর সংবাদ প্রতিনিয়ত আলোচিত ঘটনার শীর্ষ সংবাদ প্রকাশসহ শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, গণতন্ত্র-সুশাসন, উন্নয়ন, মানবাধিকার; সর্বোপরি মুক্তযুদ্ধের চেতনা ধারণ ও বাস্তবায়নের অঙ্গিকার ঋদ্ধ প্রতিবেদন, অভিমত, সাক্ষাৎকার প্রকাশ করে দৃষ্টান্ত স্থাপন করেছে যা অবহেলা কার সম্ভব নয়। বরং বলতে হয় সত্যিকারভাবেই মুকসুদপুর সংবাদ অনন্য ভূমিকা পালন করেছে।
আমি পত্রিকার সম্পাদক, কর্মকর্তা-কর্মীসহ লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সকলকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার অব্যাহত সুনাম সমৃদ্ধি কামনা করি। জয়বাংলা। বঙ্গবন্ধু ।
রবিউল আলম শিকদার
সভাপতি, মুকসুদপুর আওয়ামী লীগ
সদস্য, জেলা পরিষদ, গোপালগঞ্জ
মুকসুদপুর, গোপালগঞ্জ।



Admin
