কলেজে বঙ্গমাতার জন্মদিন পালন

কলেজে বঙ্গমাতার জন্মদিন পালন

বাবু মোল্যা: সরকারি মুকসুদপুর কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট মঙ্গলবার সকালে কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর মুকসুদপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ প্রফেসর ড. এস.এম.মনির হোসেন নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ সম্মাননা স্মারক তুলে দেন। পরবর্তীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান কবির উদ্দিন আহমেদ, আবৃত্তিতে শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা পদক পাওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান (বাবর) ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হওয়ায় প্রধান সুশান্ত কুমার মন্ডলকে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অভিনন্দন স্মারক দিয়ে অভিনন্দিত করেন।