মোচনায় জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

মোচনায় জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

আ. মান্নান বীরবল: উপজেলার মোচনায় জমিজমার বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কঠুরাকান্দি গ্রামের বটতলা যাত্রী ছাউনিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ০০ কঠুরাকান্দি গ্রামের জকার সরদারের ছেলে ফুল মিয়া সরদার একই গ্রামের জলফু মোল্যার ছেলে হানিফ মোল্যাকে প্রধান আসামী করে মোট ২৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ, বাদীর বক্তব্যে জানা যায়, বিবাদীর সাথে পূর্ব থেকেই জমি জমা নিয়ে শত্রুতা চলে আসছে। ফুল মিয়া সরদার বড় ভাটরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান চোকদারের মুকসুদপুর থানাধীন গনিয়ারী মৌজায় ৪.৯৪ একর সম্পত্তি যাহার বি আর এস খতিয়ান নং-৫৭২, দাগ ২৮০,২২৩,৩৭০, ২৮৫,৮৭২, ২৮৪, ৭৪০,৬৮০ এর কেয়ার টেকার হিসাবে দেখাশোনা করেন। উক্ত জমি নিয়ে বিবাদীদের সাথে জমির মালিক এর সাথে বিরোধ থাকায় বিজ্ঞ আদালতের নির্দেশে এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার বাবুল হোসেন ২৩ নভেম্বর তারিখ দুপুরে সরেজমিনে তদন্ত করার জন্য আসেন। পরবর্তীতে উক্ত জমির মালিক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান চোকদারকে জমির দলিল পত্র ও সাক্ষী নিয়ে কঠুরাকান্দি বটতলার মোড়ে যাত্রী ছাউনিতে যেতে বলেন। যথাসময়ে জমির মালিক তাকেসহ স্থানীয়দের নিয়ে গেলে বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আক্রমণ করে। একপর্যায়ে বিবাদীরা তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তার ছেলে মিঠুন সরদার ঘটনাস্থলে আসলে তাকেও মারধর করে এবং জাফর খান, বিপ্লব সরদার ঠেকাতে আসলে তাদেরকেও মারধর করে। এসময় বিবাদীরা নগদ ৩৩ হাজার ৫শ টাকা এবং ৩০ হাজার টাকা দামের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।