মন্ত্রী হওয়ায় এলাকায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

মন্ত্রী হওয়ায় এলাকায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

সরদার মজিবুর রহমান: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি মন্ত্রিসভায় আমন্ত্রণ পাওয়ায় মুকসুদপুরে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি অন্যান্য মন্ত্রীদের সাথে বঙ্গভবনে শপথ নেন। প্রজ্ঞাপন জারির পরে রাতে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ১১ জানুয়ারি শুক্রবারে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের সাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ১৩ জানুয়ারি সকালে তিনি প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীবর্গের সাথে টুঙ্গিপাড়ায় জাতিরজনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে মন্ত্রী কাশিয়ানিতে মতবিনিময় সভা করে এ দিন সন্ধ্যার আগে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের চৌরঙ্গী মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু মৃধা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, পৌর, কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়াম লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭’শ ৫৭ ভোট পেয়ে টানা ৬ষ্ঠ বার এমপি নির্বাচিত হওয়ায় তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ৩য় বারের মতো মন্ত্রী সভায় স্থান দিয়েছেন।