হাসপাতালের সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি: মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের প্রতি মাসের জেলা সমন্বয় সভা মুকসুদপুরে অনুষ্ঠিত হয়। এসকল সমন্বয়সভা জেলা কার্যালয় তথা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু গোপালগঞ্জের বর্তমান সিভিল সার্জন এই সভাকে আরো গতিশীল ও কার্যকর করতে জেলার সমন্বয় সভাগুলো পর্যায়ক্রমে সকল উপজেলায় করার সিদ্ধান্ত নেন। গোপালগঞ্জের ৫ টি উপজেলার মধ্যে মুকসুদপুর উপজেলার সার্বিক কার্যক্রম ভাল হওয়ায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই সভার প্রথম ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়।
সিভিল সার্জন, জানান মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইনোভেটিভ কার্যক্রম রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। দেশে ৩টি প্রতিষ্ঠানের সাথে মুকসুদপুর উপজেলায় দেশের প্রথমবারের মত শুরু হয়েছে ডিজিটাল হেলথ কার্ড কার্যক্রম। জেলা সমন্বয় সভার ভেন্যু হিসেবে তাই মুকসুদপুর উপজেলাকে পছন্দ করা হয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যান্য উপজেলার অনেক কিছু শেখার আছে। সমন্বয় সভায় সিভিল সার্জনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, কাশিয়ানী, টুঙ্গীপাড়া, কোটালিপাড়া ও গোপালগঞ্জ সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ জেলা ও উপজেলা সমূহের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা শেষে তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।



Admin
